সেবা ডেস্ক: বলিউডে অন্যতম সুখী পরিবার বলা হতো মালাইকা অরোরা খান ও আরবাজ খানের দাম্পত্যকে। ১৭ বছর হয়ে গেল তাদের সাংসারিক জীবন। কিন্তু কেন এত বছর পর এসে দাম্পত্যে ভাঙনের সুর বেজে উঠলো?
জানা গেছে, বিগত কয়েকমাস ধরেই তারা আলাদা আলাদা থাকছেন। মহারাষ্ট্রের বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে একসাথে দু'জনকে দেখা গিয়েছে। বি-টাউনের একটি মিডিয়া দাবি করছে, ডিভোর্স ফাইল করার পর প্রথম কাউন্সেলিং সেশনে যোগ দিতে কোর্টে গিয়েছিলেন তারা।
আইন অনুযায়ী, বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার পর দুইজনকে ৬ মাসের জন্য কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিংয়ের ফলে যদি দুইজনের সিদ্ধান্ত বদলে যায় তবে সমস্যার সমাধান হয়েই গেল। আর আদালত যদি দেখে, তাদের মধ্যে বিচ্ছেদের সিদ্ধান্ত বদলের কোনও সম্ভাবনা নেই, তখন তাদের ডিভোর্সের আবেদন মঞ্জুর করা হবে।
তবে শোনা যাচ্ছে, মালাইকা-আরবাজের সংসার ভাঙনে অনেকটা অর্জুন কাপুরকেই দায়ী করছেন অনেকে। কিন্তু তারা কেউ কাউকে দায়ী করতে রাজী নয়। তারা এসব বিষয় গুঞ্জন বলে জানাচ্ছেন। তাদের আরহান নামে একটি পুত্র সন্তান আছে।
