সেবা ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রামদা, ছুরি, জিআই পাইপ ও লোহার রড উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত একটা থেকে ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের নিয়ন্ত্রিত শাহপরাণ হলের ৪২৬ নম্বর কক্ষে অস্ত্র পাওয়ায় কক্ষটি সিলাগালা করে দিয়েছে প্রশাসন।
পুলিশ জানায়, অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের অনুমতিক্রমে রাত একটা দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল, দ্বিতীয় ছাত্র হল ও সৈয়দ মোস্তফা আলী হলে অভিযান চালায় পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নূরুল হুদা আশরাফী, সহকারী পুলিশ কমিশনার মাইনুল আবছার, সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল হোসেন, জালালাবাদ থানার ওসি আখতার হোসেন, ওসি (তদন্ত) মো. ওমর ফারুক প্রমুখ।
এসময় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রহলের প্রভোস্ট প্রফেসর ড. হাসান জাকিরুল ইসলামসহ জালালাবাদ ও বিমানবন্দর থানার শতাধিক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র জব্দ করা হয়েছে।