ঘুষ নেয়ার অভিযোগে মাউশি কর্মকর্তা গ্রেপ্তার

Unknown
সেবা ডেস্ক:  ঘুষ নেয়ার অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেপ্তার করেছে দুদক। 
 
সোমবার নগরীর ঈশ্ববসু রোডস্থ মাউশির কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মাউশির আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রামার। 
 
সাইফুর রহমানের বিরুদ্ধে সাড়ে ১৮ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দুদক। 
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সিফাত উদ্দিন জানান, ২০১৫ সালের জুলাই মাসে বিধি বহির্ভূতভাবে রংপুর অঞ্চলের ১৮ শিক্ষকের বেতন স্কেল সংক্রান্ত ‘বেতন কোড’ পরিবর্তন করেন সাইফুর। উচ্চতর ধাপে বেতন কোড পরিবর্তনের বিপরীতে ১৮ শিক্ষকের কাছ থেকে পর্যায়ক্রমে ৯ বারে সে সাড়ে ১৮ লাখ টাকা ঘুষ গ্রহণ করেন। ওই সময় তিনি রাজধানীর শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রায় এক বছর আগে তিনি বরিশালে বদলী হয়ে আসেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেমে সত্যতা পায় দুদক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top