১০০ টাকার নোট বাতিল ঘোষণা ভেনিজুয়েলায়

Unknown
সেবা ডেস্ক:  ভেনিজুয়েলায় ১০০ টাকার নোট বাতিল করছে দেশটির সরকার। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই নোটের বদলে কয়েন সরবরাহ করবে ব্যাংকগুলো।


সরকার আশা করছে,  এই পদক্ষেপে দেশটিতে স্মাগলিং কিছুটা কমবে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, সীমান্তে থাকা চোরাচালানকারীরা নোট বদলনোর সময় পাবেনা।

তবে মাদুরোর বিরোধীরা এই সিদ্ধান্তের সমালোচনা করছেন। দেশটির বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপ্রিলস এক টুইট বার্তায় বলেন, ‘যখন আমরা অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি, তখন এমন সিদ্ধান্ত অকল্পনীয়।’
এছাড়াও এই অল্পসময়ে সব নোট পরিবর্তন করা হবেনা বলে মন্তব্য করছেন অনেকে। বিগত কয়েক বছরে ১০০ বলিভার নোট এর মান অনেক নেমে গেছে। এখন মার্কিন দুই সেন্ট এর সমান। বিবিসি
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top