
আজ সোমবার বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে দেশের শীর্ষ স্থানীয় আইটি প্রতিষ্ঠান বিডি সফট ইনকর্পোরেশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও তথ্য প্রযুক্তি সামগ্রীর প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল আরেফিনের সভাপতিত্বে সংসদ সদস্য গাজী আমজাদ হোসেন মিলন ও কাজী রোজী, আইটি ব্যক্তিত্ব নেহাল হাসান ও জাহাঙ্গীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।
মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, দেশের সর্বত্র দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সম্প্রসারণে সকল মেট্রোপলিটন ও জেলা শহর, উপজেলাগুলোতে বেইজ ট্রান্সমিশন স্টেশন (বিটিএস) স্থাপন করা হচ্ছে। পরে প্রতিমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠানটির বর্ষপূতি অনুষ্ঠান উদ্বোধন ও তথ্য প্রযুক্তি সামগ্রী ঘুরে দেখেন। -বাসস।