নালিতাবাড়ীতে লুইস পুনরায় ট্রাইবাল চেয়ারম্যান নির্বাচিত

Unknown
শেরপুর প্রতিনিধি : ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিওডি) এর চেয়ারমান নির্বাচিত হওয়ায় আদিবাসী সম্প্রদয়সহ কেন্দ্রীয় ট্রাইবালের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মি. লুইস নেংমিনজা।

সংগঠন সূত্রে জানা গেছে, কমিটির তিন বছর মেয়াদ অতিক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সাধারণ সভা আহবান করা হয়। সভায় পুনরায় ওই কমিটি বহালে অনুমোদন দেন উপস্থিত সদস্যরা।

পরে ওই সাধারণ সভার কার্যবিবরণী কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হলে কেন্দ্রীয় কমিটি পুনরায় তিন বছরের জন্য ওই কমিটি বহাল রেখে অনুমোদন দেয়। অনুমোদন অনুসারে গত ২৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ভদ্র ম্রং ও সাধারণ সম্পাদক স্বর্ণকান্ত হাজং স্বাক্ষরিত একটি ক্ষমতায়নপত্র শেরপুর জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। ক্ষমতায়ন পত্রটি গত ৪ ডিসেম্বর জেলা প্রশাসক প্রাপ্তি স্বীকার করে স্বাক্ষর করেন।

এতে লুইস পুনরায় আরও ৩ বছরের মেয়াদে চেয়ারম্যান পদে বহাল থাকার বৈধতা পান।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top