সেবা ডেস্ক: ধনকুবের ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবধরনের ব্যবসা থেকে নিজেকে গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে সবধরনের বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, আমেরিকাকে আবারো মহান করার উদ্দেশে দেশ পরিচালনায় মনোযোগী হতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, যেহেতু আইনগতভাবে আমাকে এর জন্য অনুমোদন দেয়া হয়নি তাই আমি মনে করি এটি ছেড়ে দেয়া গুরুত্বপূর্ণ। যাতে আমার বিভিন্ন ব্যবসার কারণে কোনো স্বার্থগত দ্বন্দ্বের সৃষ্টি না হয়।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও ট্রাম তার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ নিয়ে দেশটিতে সমালোচনার মুখে তিনি ব্যবসা থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন।