গাছতলায় ঠাঁই হলো অভিনেতা সাইমনের

Unknown
সেবা ডেস্ক:  কাপড়ের পোটলা মাথায় নিয়ে গাছতলায় শুয়ে আছেন জনপ্রিয় অভিনেতা সাইমন সাদিক। পরনে লুঙ্গি, গায়ে পুরাতন শার্ট। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ, এভাবেই দেখা গেল সাইমনকে।
 
দৃশ্যটি বাস্তব না হলেও চরিত্র আর গল্পের প্রয়োজনে এভাবে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। ‘গোলাপতলীর কাজল’ শীর্ষক চলচ্চিত্রের শ্যুটিংয়ে সাইমনের এরকম বেশ ছিল।
 গত ১৩ ডিসেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে এ দৃশ্যের তিনটি স্থিরচিত্র শেয়ার করেন এ অভিনেতা। শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ সিনেমায় তিনি একজন প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করছেন।
 
সাইমন সাদিক বলেন, প্রতিবন্ধী মানুষ খুব অসহায়! ‘গোলাপতলীর কাজল’ সিনেমায় প্রথমবারের মতো প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি করতে পরিশ্রম একটু বেশি করতে হচ্ছে। তবে এ চরিত্রে অভিনয় করে ভালো লাগছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে। সাইমনের বিপরীতে এ সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী মাহিয়া মাহি। এছাড়াও এ জুটির সঙ্গে আরো দেখা যাবে অভিনেতা আসিফ নূরকে।
 
উল্লেখ্য, সাইমন-মাহি এর আগে জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ শিরোনামের সিনেমায় একসঙ্গে অভিনয় করেন। সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top