১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল থেকে ৫ দিনের জোড় ইজতেমা

Nuruzzaman Khan
ফাইল ছবি
সেবা ডেস্ক:  আগামীকাল ২ ডিসেম্বর ২০১৬ শুক্রবার বাদ ফজর দেশের শীর্ষ মুরুব্বীদের আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর কহর দরিয়া (তুরাগ) নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হবে ৫ দিনের জোড় ইজতেমা। এ উপলক্ষে ইতোমধ্যে ইজতেমার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা প্রস্তুতি কমিটি।
 
অপরদিকে ১৩ জানুয়ারি ২০১৭ থেকে ১৫ জানুয়ারি ২০১৭ প্রথম পর্ব এবং ২০ জানুয়ারি ২০১৭ থেকে ২২ জানুয়ারি ২০১৭ অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমা শুরুর ৪০ দিন আগে অনুষ্ঠিত হয় এ জোড় ইজতেমা। ৫ দিনই পাঁচ ওয়াক্ত নামাজের পর চলবে ইসলামের দাওয়াতী কাজের বয়ান। ৬ ডিসেম্বর ২০১৬ বাদ জোহর মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার সমাপ্তি হবে। ২ ডিসেম্বরের জোড় ইজতেমা সফল ভাবে সম্পন্ন করতে বিশ্ব ইজতেমা ময়দানে দেশি-বিদেশি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হবেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top