সেবা ডেস্ক: ইংল্যান্ডে ১০১ বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের হিসেব অনুসারে এটি সর্বোচ্চ বয়সের কারো বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ।
বার্মিংহামে বসবাসকারী রালফ ক্লার্ক নামের এই ব্যক্তি ১৯৭০ থেকে ১৯৮০ সাল পর্যন্ত ২১ বার একটি মেয়েকে যৌন হয়রানি করে বলে প্রমাণ মিলেছে।
এই ২১টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগের কথা স্বীকার করেছেন রালফ ক্লার্ক। তিনি জানান, একজন বালককে যৌন হয়রানি করেছেন তিনি। বার্মিংহাম ক্রাউন কোর্টে তিনি এ কথা স্বীকার করেন।
অবসর নেয়া এই লরি ড্রাইভারের সাজার শুনানি সোমবার হবে বলে জানায় বিবিসি।
১৯১৫ সালের মার্চ মাসে জন্ম নেয়া রালফ ক্লার্কের বিরুদ্ধে বেশ কয়েকজন সাক্ষ্য দিয়েছে। বিবিসি।