
ডিসেম্বর ১ থেকে ৪ তারিখের মধ্যে দেশজুড়ে ফোনটি উদ্বোধনের পর এখন পর্যন্ত ৫ হাজার গ্রাহক ডিভাসটি কিনতে অগ্রিম বুকিং দিয়েছেন।
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট খুলনা ও বগুড়ায় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ডিভাইসটি উদ্বোধন করে।
শীর্ষ স্থানীয় প্রযুক্তির ব্যবহার আর কারিগরি দক্ষতা জিআর-৫-কে স্মার্টফোনগুলোর মধ্যে উৎকর্ষের শীর্ষে নিয়ে এসেছে। যারা বাজেটের মধ্যে চমৎকার একটি ক্যামেরা ফোন খুঁজছেন তাদের সন্তুষ্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ে জিআর-৫-২০১৭। হুয়াওয়ে ফ্ল্যাগশিপ ডিভাইসের নকশা ও প্রযুক্তি ব্যবহার করার কারণে ২১,৯৯০ টাকা মূল্যের এ স্মার্টফোনটি সবক্ষেত্রেই এর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকখানি এগিয়ে রয়েছে।
দ্রুতগতির পারফরমেন্স, দীর্ঘক্ষণ ব্যাটারি লাইফ এবং বাজারে প্রথমবারের মতো সবার জন্য সাশ্রয়ী দামে প্রিমিয়াম ডুয়াল ক্যামেরা রয়েছে হুয়াওয়ে জিআর-৫ স্মার্টফোনটিতে। স্বয়ংক্রিয়ভাবে মাত্র ০.৩ সেকেন্ডের মধ্যে ফোকাস করতে অত্যাধুনিক ডুয়াল ক্যামেরা ফোনটির পেছনে রয়েছে ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল আলাদা আলাদা ক্যামেরা, যা একসাথে কাজ করবে। একই সঙ্গে পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে ফোনটি গ্রাহককে দিবে ডায়নামিক ডেপথ অব ফিল্ডস এবং চমৎকার বোকেহ এফেক্ট। আর স্মার্টফোনটিতে ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির ৪টি অ্যারে লেন্স প্যানোরোমিক সেলফি তোলার সুবিধা। যার ফলে এ ক্যামেরা ফোন ব্যবহারকারী ও তার বন্ধুদের ছবির কেন্দ্রে রেখে প্যানোরোমা ছবি ধারণ করতে পারবে।
অত্যন্ত দ্রুতগতিতে ও সহজে কাজ করার জন্য জিআর-৫ দেয়া হয়েছে একদমই হালনাগাদ হাই সিলিকন কিরিন ৬৫৫ অক্টাকোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৩৩৪০ এমএএইচ ব্যাটারি যা নিশ্চিত করবে একবার চার্জ দিয়ে ফোনের ১.৫ দিন চার্জ। ফোনটিতে আরও রয়েছে ৩.০ ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। যা ব্যবহারকারীকে মাত্র ০.৩ সেকেন্ডের মধ্যে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে জিআর-৫ আনলক করার সুবিধা দিবে। এর পাশাপাশি, মেটালিক বডি ফ্রেমের ফোনটিতে রয়েছে ৫.৫ ইঞ্চির হাই ডেফিনেশন স্ক্রিন।
এ নিয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়াং বলেন, ‘গ্রাহকদের কাছ থেকে এমন প্রতিক্রিয়া পেয়ে আমরা অভিভূত। বাজেটের মধ্যে প্রযুক্তিপ্রেমী গ্রাহকরা একটি ডিভাইসে যা চায়, তার সবটাই রয়েছে এ ফোনটিতে। আমরা হুয়াওয়েতে সব সময় নতুন ক্যামেরা প্রযুক্তি নিয়ে আসতে এবং ফোন ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের অভূতপূর্ব অভিজ্ঞতা নিশ্চিত করার ব্যাপারে সর্বদা জোর দেই। এবার প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে সাশ্রয়ী বাজেটের মধ্যে হুয়াওয়ে জিআর-৫ স্মার্টফোনটিতে আমরা অত্যাধুনিক ডুয়াল ক্যামেরা নিয়ে এসেছি। বাংলাদেশের বাজারে আমাদের গ্রাহকরা যাতে বাজেটের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা নিতে পারে এজন্য হুয়াওয়ে এ ধরনের ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাবে।’
ডিভাইসটির অগ্রিম বুকিং দেয়ার মাধ্যমে গ্রাহকরা বিনামূল্যে পাচ্ছেন একটি ব্যাগপ্যাক, ৩২ জিবি এসডি কার্ড এবং একটি সেলফি স্টিক। এছাড়াও, গ্রাহকরা ছয় মাসের সহজ মাসিক কিস্তিতে ফোনটি কিনতে পারবেন। ডিসেম্বরের ১ তারিখ থেকে জিআর-৫ অগ্রিম বুকিং শুরু হয়েছে এবং চলবে ডিসেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। আগামী ১৬ ডিসেম্বর থেকে ফোনটি হুয়াওয়ে স্টোরে পাওয়া যাবে।
এছাড়া হুয়াওয়ে জিআর-৫ এ গ্রাহকরা তাদের ফোন সম্পর্কিত কোনো সমস্যা সমাধানে দেশজুড়ে হুয়াওয়ে অনুমোদিত গ্রাহক সেবাকেন্দ্রে যোগাযোগ করলে দুই ঘণ্টার মধ্যে তাদের সমাধান দেয়া হবে।