সেবা ডেস্ক: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, 'মহান মুক্তিযুদ্ধের সময় শহীদ সন্তানরা দেশ মাতৃকার জন্য যে আত্মদান করে গেছেন- তাদের জীবনাদর্শ থেকে আমাদের দেশ গড়ার শপথ নিতে হবে।'
আজ শুক্রবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ বীরশ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী ও ফখরুল ইমাম এমপি, ভাইস চেয়ারম্যান শওকত চৌধুরী এমপি, যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম ওমর এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।-বাসস