শেরপুরে বিজয় দিবসে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুরে মহান বিজয় দিবসের প্রত্যুষে ১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসে মুক্তিযুদ্ধে শহীদ জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করলেন হুইপ আতিউর রহমান আতিক এমপি।

এদিন সূর্যোদয়ের সাথে সাথে শেরপুরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মানুষের ঢল নামে। প্রথমে রাষ্ট্রের পক্ষে হুইপ আতিউর রহমান, জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুস্পমাল্য অর্পণ করেন। পুস্পমাল্য অর্পণ শেষে ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজয় দিবস উপলক্ষে সকাল ৯টায় শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি ষ্টেডিয়ামে জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা সদরের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ অঅতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার রফিকুল হাসান গনি প্রমূখ বক্তব্য রাখেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top