মহান বিজয় দিবসে ডিএসএমএফ গ্রীণ শাহপরান থানার সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত

Unknown
মো. রমজান আলী,  সিলেট প্রতিনিধিঃ বিজয় দিবস উপলক্ষে আজ শুক্রবার ১৬ডিসেম্বর বিকাল ৪ ঘটিকায় সিলেটের চৌহাট্রা পয়েন্ট এ অবস্থিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারী গণের সামাজিক আন্দোলনের সংগঠন ও ডেসটিনি সোস্যাল মিডিয়া ফেরাম গ্রীণ সিলেট জেলার শাহপরান থানা কমিটির সাপ্তাহিক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় ।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোওয়াত করেন কমিটির সদস্য মো. হাবিব মিয়া । সঞ্জালনায় ছিলেন কমিটির সদস্য মোছা. শিরীনা আক্তার সুমী ।

সভায় উপস্থিত ডেসটিনির ক্রেতা-পরিবেশক ও বিনিয়োগকারীগণ বলেন ডেসটিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ও সরকারের সহযোগী হয়ে এদেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য ১২ টি বছর ধরে সামাজিক আন্দোলন করে আসছিল যা এখনো অব্যাহত আছে  । আর আমরা ছিলাম তার অগ্রসৈনিক । 

এখানে আমাদের প্রতারিত হবার কোন প্রশ্নই আশে না  বরং আমরা বিগত ৪ টি বছর ধরে ডেসটিনির মত একটি সচ্ছ কোম্পানিতে কাজ করতে না পেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছি । ডেসটিনিতে কাজ করে আমরা সচ্ছল ভাবে জীবন-যাপন করছিলাম ।  তাই আমাদের এই মহান বিজয়ের মাসে একটাই দাবী ডেসটিনির নিঃর্শত মুক্তি চাই ।

সভায় শাহপরান থানা কমিটির মো. লিটন আহমেদ, মোছা. নাজমা বেগম, মো. রমজান আলী,  মো. নিশাত চৌধুরী মামুন উপস্থিত ছিলেন ।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top