বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে শুরু হলো ১৬ দিন ব্যাপী লাল সবুজের মহোৎসব

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  বিজয়ের মাস ডিসেম্বর। আর এই মাসকে ঘিরে শুরু থেকেই চলতে থাকে বিভিন্ন আয়োজন। বিজয়ের ৪৫ বছরপূর্তি উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় ওয়ান মোরজিরো কমিউনিকেশনস্ এর আয়োজনে “বিজয়ের ৪৫ বছর- লাল সবুজের মহোৎসব” শিরোনামে বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়েছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর সোহরাওয়ার্দি ইনডোর স্টেডিয়ামে ১৬ দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক বেনজির আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ওয়ান মোরজিরো কমিউনিকেশনস্ এর প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা, ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস, চেয়ারপারসন ফারজানা মুন্নী, ম্যাক্স গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলাম।

অনুষ্ঠানে দেশ সেরা শিল্পীদের পরিবেশনায় পর্যায়ক্রমে পরিবেশিত হয় দলীয় সঙ্গীত ও একক সঙ্গীত। উৎসবে আরো ছিলে জনপ্রিয় সব শিল্পীরা। হাবিব, ফুয়াদ, হৃদয় খান, ইমন চৌধুরী পাভেল, আবিদ রনি-এর সঙ্গীতায়জনে বিভিন্ন গানে কণ্ঠ দেন কিংবদন্তী কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।

এছাড়াও ছিলেন সৈয়দ আব্দুল হাদি, রেবেকা সুলতানা, ইয়াসমিন মুশতারী, ইফফাত আরা নার্গিস, ফাতেমা তুজ্জোহরা, ইয়াকুব আলী খান, সুজিত মুস্তাফা, সাদিয়া আফরিন মল্লিক, অদিতি মহসীন, হাবিব, বালাম, হৃদয় খান, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, কনা, নওমি, এলিটা, ইমরান, পুলক, লেমিস, তানজিব, প্রতীক হাসান, সভত্যা প্রমুখসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top