রোহিঙ্গাদের প্রতি মিয়ানমারের আচরণের জোড়ালো সমালোচনায় জাতিসংঘ

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি দেশটির সরকারের আচরণের বিষয়ে জোরালো সমালোচনা করেছে জাতিসংঘ। সংস্থাটির হিউম্যান রাইটস অফিস বলেছে, তারা প্রতিদিন ধর্ষণ, হত্যা ও অন্যান্য হয়রানির খবর পাচ্ছে। 
হিউম্যান রাইটস অফিসের প্রধান জেইদ রাদ আল হুসেইন বলেছেন, সরকারের আচরণ রোহিঙ্গাদের প্রতি ‌‌‘বিপরীতধর্মী ও অনুভূতিশূন্য’।
এক বিবৃতিতে জেইদ রাদ বলেছেন, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে ভিত্তিহীন ও জালিয়াতি অ্যাখ্যা দিয়ে সেখানে নিরপেক্ষ পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। এটি  নির্যাতিতদের জন্য অপমানস্বরূপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, যদি কর্তৃপক্ষের কোন কিছু লুকানোর নাই থাকে তবে আমাদের সেখানে কেন ঢুকতে দেয়া হচ্ছে না। বারবার আমাদের অনুমতি না দেয়ায় আমি শঙ্কিত। সেখানে ভয়াবহ কিছু হতে পারে।
মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৮৬ রোহিঙ্গা নিহত হয়েছেন। ২৭ হাজারেরও বেশি মানুষ মিয়ানমার থেকে পালাতে বাধ্য হয়েছে। 
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মুখপাত্র আদরিয়ান এডওয়ার্ডস বলেছেন, বাংলাদেশে রোহ্ঙ্গিা শরণার্থীদের সঙ্গে কথা বলে নানা ধরনের নির্যাতনের কথা শুনেছেন। সেখানে ট্রমার শিকার নারী ও শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।  সংস্থাটি এই তথ্যের সত্যতা যাচাই না করলেও তারা উদ্বেগ প্রকাশ করেছেন।-বিবিসি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top