ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুর মৃত্যু

Unknown
সেবা ডেস্ক:  চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন (৫৮) তার মেয়ে এ্যানি (২৮), নাতনি রাফিয়া (৮) এবং জামাই রেফাজউদ্দীন রিপন (৩৪) গুরুতর আহত হন।
বুধবার বেলা সাড়ে ১০টার দিকে রেলগেটের উপর প্রাইভেটকার বিকল হয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার মোক্তারপুর গ্রামের রিপন মিয়ার ছেলে এবং মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন খোকন (৫৮) আন্দুলবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে মেয়ে এ্যানি (২৮), নাতনি রাফিয়া (৮) নাতি ছেলে রাফি (৬) এবং জামাই একই উপজেলার মোক্তারপুর গ্রামের রেফাজউদ্দীন রিপনকে (৩৪) সঙ্গে নিয়ে প্রাইভেটকারে করে ঢাকায় যাচ্ছিলেন। আন্দুলবাড়িয়া বেলতলা রেলগেটের রেললাইনের উপরে প্রাইভেটকারের ইঞ্জিন বিকল হয়ে যায়।এ সময় খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেন পাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারের ভেতর আটকে পড়া শিশু রাফি ঘটনাস্থলেই নিহত হয় এবং বাকিরা গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তাদের অবস্থা আশংকাজনক।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top