সেবা ডেস্ক: বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’তে সরাসরি গান গাইবেন এ সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী। অনুষ্ঠানটি প্রচারিত হবে আসছে ৬ জানুয়ারি শুক্রবার রাত ১১টায়।
অনুষ্ঠানে ঐশীর সাথে আরও থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আশিক। দর্শকরা টেলিফোন এবং এসএমএস এর মাধ্যমে পছন্দের গানের অনুরোধ জানাতে পারবেন। জানাতে পারবেন মতামতও।
নাবিলা ইসলামের উপস্থাপনায় ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানটি প্রযোজনা করবেন এস আলী সোহেল ও আব্দুল্লাহ আল মামুন।