গৃহশ্রমিকদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  গৃহশ্রমিকদের অধিকার আদায়ে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক আয়োজিত ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়নের বর্ষপুর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। 
 
মুজিবুল হক চুন্নু বলেন, গৃহশ্রমিকরা নানা নির্যাতন ও অবজ্ঞার শিকার হয়ে জীবিকা নির্বাহ করে। গৃহশ্রমিক নির্যাতন একটি সামাজিক ক্ষত হিসেবে ছড়িয়ে পড়ছে । এ ক্ষত থেকে বের হয়ে আসতে সকলকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে।
 
মুজিবুল হক বলেন, গৃহশ্রমিকদের সুরক্ষা ও কল্যাণার্থে বর্তমান সরকারের পূর্ণাঙ্গ আইন প্রণয়নের প্রাথমিক ধাপ হিসেবে এ নীতি একটি মাইলফলক। এ নীতিমালা শিগগিরই আইনে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহশ্রমিকদের সন্তানদের যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় তাদের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা এবং জেনারেল লাইনে শিক্ষিত করতে চাইলে ৫০ হাজার টাকা সহযোগিতা করবে। এছাড়া কোন গৃহশ্রমিক গর্ভবতী হলে তাকে মাতৃত্বকালীন নানা সহযোগিতা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, আপনারা গৃহকর্মে নিয়োজিত থেকে কষ্ট করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু সন্তানদের লেখাপড়ায় মনোযোগী হন না। সন্তানদের সুযোগ্য করে গড়ে তুলতে সরকারের সর্বাত্মক সহযোগিতা রয়েছে।
 
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইসলাফিল আলম, ডা. ওয়াজেদুল ইসলাম খান।-বাসস। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top