সেবা ডেস্ক: কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশ মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়া আহত হয়েছেন।
বুধবার সকালে পুলিশ বাদী হয়ে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর খেয়াঘাট এলাকায় মাদক বেচা কেনার গোপন খবরে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশের ওই দুই সদস্য আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন