ডিএসএমএফ গ্রীন সিলেট জেলার শাহপরান থানা কমিটির উদ্যোগে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত !

Unknown
মো. রমজান আলী, সিলেট প্রতিনিধিঃ  ০২.০১.২০১৭ রোজ সোমবার বিকাল ৪ টায় ডেসটিনি'র চেয়ারম্যান ও এমডি'র নিঃর্শত মু্ক্তির দাবি সহ কোম্পানির বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট জেলার শাহপরান থানা কমিটির উদ্যোগে কমিটির সক্রিয় সদস্য 'লেডি লিডার ' মোছা. নাজমা বেগম এর বাসা মিরাবাজার যতরপুর এ অনুষ্ঠিত হয় ।

সভার শুরুতেই পবিত্র কোরাআন থেকে তেলোওয়াত করেন কমিটির সদস্য মো. হাবিব মিয়া  ও সঞ্জালনা করেন মো. রমজান আলী ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক মি. বিকাশ ধর বাবলু পিএসডি ।

বিশেষ অতিথি ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন সিলেট বিভাগীয় কমিটির সদস্য মো. হাবিব আহমেদ ।
এছাড়া ও শাহপরান থানা কমিটির ও যতরপুর এর মো. হুমায়ুন কবির , মো. কিরণ মিয়া , মোছা. নাজমা বেগম  ও মোছা. ফারজানা আক্তার উপস্থিত ছিলেন ।

সবশেষে ডেসটিনি'র চেয়ারম্যান ও এমডি'র নিঃর্শত মু্ক্তির দাবি জানিয়ে এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে  সভার সামাপ্তি ঘোষণা করেন মো. কামাল হোসেন ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top