সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী এর ১১ পদতিক ডিভিশন এবং বগুড়া এরিয়া এর সার্বিক ব্যাবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স কর্তৃক সিরাজগঞ্জের সলঙ্গা ইউনিয়নের দুটি স্থানে বিনামূল্যে গরীব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় নাইমুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও দুপুর ১২ টায় চরবেড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অধিনায়ক ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্স লেঃ কর্নেল মাসুদ এর পক্ষে উপ-অধিনায়ক মেজর মোঃ মতিউর রহমান, সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার,সচিব মিলন চন্দ্র ঘোষ, ইউপি সদস্য আল-মামুন মন্ডল, ফরিদুল ইসলাম, মজনু প্রামানিক ও ডাঃ ফজলুর রহমান প্রমুখ।
