সেবা ডেস্ক: চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত জুটি বেঁধে অভিনয় করেছেন ‘তুই আমার’ সিনেমায়। সজল আহমেদ পরিচালিত এ সিনেমার অফিসিয়াল ফার্স্টলুক গত ৩১ ডিসেম্বর প্রকাশিত হয়েছে।
২ মিনিট ৪২ সেকেন্ড দৈর্ঘ্যের এ ভিডিওতে রোমান্টিক ও কমেডি দৃশ্য দেখা গেছে। সিনেমাটি খুব শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এ সিনেমায় ‘মিষ্টিরে তুই’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম।