শেরপুরে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

Unknown
শেরপুর প্রতিনিধি : শেরপুরে ১১ বছরের এক মেয়ে শিশুর ধর্ষণ মামলার আসামী মন্ডল মিয়াকে (৪৫) ২ জানুয়ারী সোমবার গ্রেফতার করেছে থানা পুুলিশ। গ্রেফতারকৃত আসামী শেরপুর সদর উপজেলার রৌহা পূর্ব পাড়া গ্রামের মৃত কালু শেখের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, শেরপর সদর উপজেলার রৌহা ইউনিয়নের রৌহা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হালিমের ১১ বছরের মেয়ে শিশু গত ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে অন্য এক শিশুকে কোলে নিয়ে পার্শ্ববর্তী মন্ডল মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এ সময় মন্ডল মিয়ার স্ত্রী গুল নাহার বেগম ওই মেয়ে শিশুর কোলে থাকা শিশুটিকে নিজ কোলে নিয়ে তাকে পান আনতে তার ঘরে পাঠায়। এ সময় ঘরের ভিতর থাকা গুল নাহারের স্বামী মন্ডল মিয়া ওই মেয়ে শিশুটিকে জোড়পূর্বক ধর্ষণ করে। 

পরে শিশুটি বাড়িতে এসে তার মা আসমা বেগমকে ঘটনাটি জানালে ১ জানুয়ারী রবিবার আসমা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় মন্ডল মিয়া ও গুল নাহার বেগমকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করে। 

পুুলিশ ১ জানুয়ারী  রাতে ধর্ষণ মামলার প্রধান আসামী মন্ডল মিয়াকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, ধর্ষিতা শিশুর ডাক্তারী পরীক্ষা শেষে তার মা’র হেফাজতে রাখা হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top