যে গৌরব সকলের

S M Ashraful Azom
আজকাল পত্রিকা খুললেই শুধু হতাশার খবর পাই। বিশেষ করে ব্যাংকিং সেক্টরের খবরগুলো আমাদেরকে হতাশ করে। ভেবে পাইনা আমাদের ব্যাংকিং খাতের ভবিষ্যত কি হবে। শত হতাশার খবরের মধ্যেই সম্প্রতি যে খবরটি আমাদের আশার আলো জাগিয়েছে তা হল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এমডি জনাব মোহাম্মদ আব্দুল মান্নানের “দ্যা এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ এচিভম্যান্ট অ্যাওয়্যার্ড অর্জন।” একই সঙ্গে তার নেতৃত্বে ইসলামী ব্যাংক “দ্যা বেস্ট ম্যানেজড ব্যাংক ইন বাংলাদেশ” মর্যাদা লাভ করেছে। সিঙ্গাপুর ভিত্তিক “দ্যা এশিয়ান ব্যাংকার গত তিন বছরে ইসলামী ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দূরদৃষ্টি, পরিচালনগত দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং এখাতে সর্বোচ্চ পারফরমেন্স মূল্যায়নের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করে। বিশ্বখ্যাত বানিজ্য বিষয়ক ফোর্বস ম্যাগাজিনের মতে ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম ও সবচেয়ে লাভজনক ব্যাংক। সার্বিক বিবেচনায় এ ব্যাংক দেশের অন্যতম বেস্ট পারফর্মিং ব্যাংক। এটাও তার নেতৃত্বে সম্ভব হয়েছে।
মোহাম্মদ আব্দুল মান্নান গত তিন দশক ধরে ব্যাংকিং খাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তার লেখনী ও চিন্তাধারা শুধু মাত্র ইসলামী ব্যাংক নয়, সারাদেশের তথা দক্ষিন ও দক্ষিন পূর্ব এশিয়ার ব্যাংকিং খাতের ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এনেছে। মোহাম্মদ আব্দুল মান্নান একজন লেখক ও গবেষক। তার “ইসলামী ব্যাংক ব্যবস্থা” বইটি এ অঞ্চলের মানুষের জন্য নতুন চিন্তার দ্বার খুলে দিয়েছে।
এই কীর্তিমান পুরুষ ১৯৫২ সালে নারায়নগঞ্জে জন্ম গ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন প্রচন্ড মেধাবী ও পরিশ্রমী। পড়াশুনার পাশাপাশি তিনি সাংবাদিকতা পেশার সাথে যোগ হন। পরবর্তীতে ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ গণসংযোগ কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
মোহাম্মদ আব্দুল মান্নান প্রবাসী বাংলাদেশীদের মাঝে ব্যাপক কাজ করেন। বৈদেশিক রেমিটেন্স আহরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলামী ব্যাংকের রেমিটেন্সে এরকম অপ্রতিদ্বন্দী অবস্থানের পেছনে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মোহাম্মদ আব্দুল মান্নান ২০১০ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত হন। তিনি মালেশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্লোবাল লিডারশিপ ও কর্পোরেট সুশাসনের উপর উচ্চতর প্রশিক্ষন নেন।
মোহাম্মদ আব্দুল মান্নান শুধু ব্যাংকিং এর ক্ষেত্রে নয়, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস ও অভিজ্ঞতা নিয়েও রচিত হয়েছে তার অনেক বই। যা এ দেশের তরুন সমাজের জন্য পাথেও। তিনি সাহিত্য, সংস্কৃতি ও ব্যাংকিং খাতে অবদানের জন্য ইতিপূর্বেও নওয়াব বাহাদুর সাইয়েদ নওয়াব আলী চৌধুরী পদক, রেমিটেন্স অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড এবং আর্ন্তজাতিক মাতৃভাষা পদক সহ দেশী বিদেশী অনেক স্বীকৃতি ও সম্মাননা লাভ করেন।
আমরা এ খ্যাতিমান ব্যাংকার ও অর্থনীতিবিদকে জানাই আমাদের প্রাণঢালা অভিনন্দন। তার মধ্যে যে প্রতিভা ও আকাঙ্খা রয়েছে তা দিয়ে তিনি এ দেশকে আরও গৌরব ও সম্মান উপহার দিবেন এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশা যুগে যুগে মোহাম্মদ আব্দুল মান্নান তৈরি হোক। যারা এদেশের অর্থ ব্যবস্থার নেতৃত্ব দিবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে বহুদুর। তিনি যে গৌরব বয়ে এনেছেন তা শুধু ইসলামী ব্যাংকের একার প্রাপ্তি নয়, এ গৌরব এ দেশের মানুষের, এদেশের সকলের।




লেখক
খন্দকার আমিরুল ইসলাম
ব্যবস্থাপক
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড
বকশীগঞ্জ শাখা, জামালপুর।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top