ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Unknown
ফাইল ছবি
সেবা ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ট্রাক ও সিএনজি-চালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অপর তিনজন জেলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
বুধবার বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, একই পরিবারের গৌরিপুর উপজেলার বিশ্বনাথপুরের শিশু সাকিব, তার মা মনোয়ারা ও শাশুড়ি ফাতেমা খাতুন। এবং অপরজন নান্দাইল উপজেলার বাসিন্দা সিএনজি চালক চান মিয়া। 
 
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, বেলা ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর গোরস্থানের সামনে ময়মনসিংহগামী ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক, দুই নারী ও এক পুরুষ যাত্রী  ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top