ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০১.০১.১৭
নতুন বছরের প্রথম দিনে কুড়িগ্রামের সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে কুড়িগ্রাম সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন ও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা পারভীনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।জেলার ৯ উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব পালিত হয়েছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার ৯ উপজেলার ১ হাজার ৯শ ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক ও মাদ্রাসায় শতভাগ এবং প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ ভাগ বই বিতরন করা হয়েছে।

