বই উৎসব : শেরপুরে বছরের প্রথম দিন ৪ লাখ ২৪ হাজার শিক্ষার্থী নতুন বই পেল

Unknown
শেরপুর প্রতিনিধি: শেরপুরে ২০১৭ শিক্ষাবর্ষে জেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরির ৪ লাখ ২৪ হাজার ৯৬২ জন শিক্ষার্থীর হাতে ৩৩ লাখ ৮২ হাজার ৪০৯ টি নতুন বই তুলে দেওয়া হয়েছে। বই উৎসব উপলক্ষে ১ জানুয়ারী রোববার সকালে জেলা শহরের সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, শেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী ভিক্টোরিয়া একাডেমী ও ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসায় পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। 

এ সময় শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ফজলুল হক প্রমূখ উপস্থিতি প্রমুখ। 

জেলা প্রাথমিক ও মাধ্যমিক অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর  জেলায় প্রাথমিকে ১ হাজার ৮১১টি বিদ্যালয়ের ২ লাখ ৫৯ হাজার ৯৫২জন শিক্ষার্থীকে ১১ লাখ ৬৬ হাজার ৮৬৯টি বই ও  মাধ্যমিকে ৩০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৬৬ হাজার ১০ জন শিক্ষার্থীকে ২২ লাখ ১৫ হাজার ৫৪০টি বই প্রদান করা হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top