‘পদ্মা সেতুতে দুর্নীতি না দেখাতে পারলে খালেদার বিরুদ্ধে মামলা’ : ওবায়দুল কাদের

Unknown
সেবা ডেস্ক:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে বলে বিএনপি চেয়ারপারর্সন খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন তার তথ্য প্রমাণ দিতে হবে। প্রমাণ না দিতে পারলে বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় খালেদা জিয়াকে মামলার মুখোমুখি হতে হবে।

সোমবার বিকালে মিরপুর ১ নম্বর কমিউনিটি সেন্টারে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে ঢাকা-১৪ আসনের অন্তর্ভুক্ত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এ কর্মীসভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, নতুন বছরের ১০০ দিনের মধ্যে দলের ঘর গোছাতে হবে। দলের প্রত্যেক কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ মহিলা রাখতে হবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে দলের গণসংযোগে ওবায়দুল কাদের নিজে অংশ নিবেন। সেতুমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এখন বড় চ্যালেঞ্জ। এমপি লিটন হত্যার ঘটনায় উগ্রবাদী শক্তিকে চরম মাশুল দিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। শেখ হাসিনার কোন হাওয়া ভবন,  খাওয়া ভবন নেই। শেখ হাসিনার সরকারের সময়ে দেশে কাজ হয়।’  খালেদা জিয়ার উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু আপনার কাছে স্বপ্ন হতে পারে। কিন্তু এটি আমাদের স্বপ্ন পেরিয়ে দৃশ্যমান বাস্তবতা। ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কলামসহ দৃশ্যমান হয়ে উঠবে পদ্মা সেতু।’
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top