সেবা ডেস্ক: গ্রাম পুলিশ কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তসহ ৬ দফা দাবি আদায়ের জন্য অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন। আগামী ২৯ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও অর্থ মন্ত্রণালয়ে স্মারক লিপি জমা দেবে।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয় সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক কমান্ডার মোস্তফা কামাল বলেন, তারা দীর্ঘদিন দৃশ্যত সরকারের চাকরি করলেও সরকারি চাকরীজীবীদের মত তারা কোন সুযোগ সুবিধা পান না। পুলিশের মত তারাও জনগণের সেবা দিতে কাজ করে যাচ্ছে, তাদেরকে সরকারি সুযোগ সুবিধা দেয়া সরকারের দায়িত্ব। তিনি ছয় দফার ব্যাপারে জানান, গ্রাম পুলিশ কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করতে হবে। তাদের অবসরকালিন ভাতা, রেশন সুবিধা, ঝুঁকি ভাতা, প্রশিক্ষণ কেন্দ্র ও প্রতিটি ইউনিয়নে তাদের একটি অফিস কক্ষের দাবি করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি বরেন্দ্র নাথ বিশ্বাস, প্রধান সমন্বয়ক শাহজাহান কবির জহির, অর্থ সম্পাদক আনসার উদ্দিন, প্রচার সম্পাদক ছলিমসহ প্রমুখ।