বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরে মুড়ি পার্টিতে সহপাঠীর ছুরিকাঘাতে জিহাদ মিয়া (১৬) নামক এক কিশোর নিহত হয়েছে।
![]() |
| জামালপুরে মুড়ি পার্টিতে সহপাঠীর ছুরিকাঘাতে কিশোর নিহত |
নিহত জিহাদ মিয়া জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম গহেরপাড়া গ্রামের ফিরুজ আহমেদের ছেলে। সে নারেকলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।।বুধবার (৭ জানুয়ারি ) রাত ৭ টার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর গহের পাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে মুড়ি পার্টির আয়োজন করেন জিহাদের সহপাঠী মুন্না মিয়া, সাইদ সহ কযেকজন । সেখানে জিহাদ মিয়াও যান। মুড়ি পার্টিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্না মিয়ার সাথে জিহাদের কথা-কাটাকাটি হয়।
এক পর্যায়ে মুন্না মিয়া জিহাদের পিছন থেকে একটি ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত জিহাদকে উদ্ধার করে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাসপাতালে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
জামালপুর- নিয়ে আরও পড়ুন

মেলান্দহে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

যান্ত্রিক ত্রুটির কারণে দুই দিন ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

সরিষা উৎপাদনে অপার সম্ভাবনা : মধু আহরণে স্বাবলম্বী মৌয়ালরা

বকশীগঞ্জে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ইসলামপুরে পারিবারিক কলহে বসতবাড়িতে আগুন ও হুমকির অভিযোগ


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।