সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষর্থীরা।
বকশীগঞ্জের মুক্তিযোদ্ধা ও চন্দ্রাবাজ রশিদা এনাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর সভাপতি মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে সাবেক মন্ত্রী সিরাজুল হকের অপপ্রচারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে উক্ত শিক্ষা কমপস্নক্সে এই কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, গত রোববার জামালপুরের সাবেক বিএনপি দলীয় উপমন্ত্রী সিরাজুল হক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচার করেন।
এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২ টায় চন্দ্রাবাজ রশিদা বেগম শিড়্গা কমপেস্নক্সের শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ শেষে বকশীগঞ্জ-লাউচাপড়া সড়কে মানববন্ধন করেন।
পরে উক্ত শিক্ষা কমপেস্নক্সের পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় এসময় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জহুরম্নল হক মুন্সী (বীর প্রতীক বার) , শেফালী মফিজ মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুর রশিদ,
জাকারিয়া হাসান, প্রভাষক মারুফ হোসেন, সহকারী শিক্ষক আব্দুল্লাহ হেল বাকী, শিক্ষক মনোয়ার হোসেন, শিক্ষক জিয়াউর রহমান, মনিরুজ্জামান মনির প্রমুখ। প্রতিবাদ সভায় ৬ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
প্রতিবাদ সভা শেষে সাবেক উপমন্ত্রী সিরাজুল হকের বিরম্নদ্ধে আইনগত ব্যবস'া নেয়ার জন্য সরকারের মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রী বরাবর বকশীগঞ্জ ইউএনও’র মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন উক্ত কমপেস্নক্সের পরিচালক অধ্যক্ষ রফিকুল ইসলাম ও অন্যান্য শিক্ষক।