বকশীগঞ্জে এক মহিলার লাশ উদ্ধার

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মনি বেগম (২৮) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১২ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকার মোক্তার হোসেনের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে থানা পুুলিশ।


বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মির্ধাপাড়া গ্রামের মোক্তার হোসেনের মেয়ে মনি বেগম গাজীপুরের কোনাবাড়িতে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করত।

সেখানেই একটি রুম ভাড়া নিয়ে থাকত মনি বেগম। বুধবার কোন এক সময় ওই মেয়েকে হত্যা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মনির বাবা মোক্তার হোসেনের কাছে খবর আসে তার মেয়ে মারা গেছে।

এঘটনা জানাজানি হলে শুক্রবার নিহত মনি বেগমের আত্মীয় স্বজনরা লাশটি গাজীপুর থেকে নিজ গ্রামে নিয়ে আসেন।
পুলিশ জানিয়েছেন, সুরতহালের পর ধারনা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

 নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে এমনকি গোপনাঙ্গেও আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।


বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান , তার শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।

 লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে । ময়না তদন্তের পর সবকিছু বোঝা যাবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top