সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্পাদক মন্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতির বিরুদ্ধে অপ-প্রচারের বিরম্নদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাট্টাজোড় ইউনিয়নের মুক্তিযোদ্ধাসহ স্থানীয় ইউনিয়নের বাসিন্দারা।
শনিবার বিকালে এই বিক্ষোভ মিছিল ও সামাবেশ অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জের বাট্টাজোড় ইউনিয়নের জিন্নাহ বাজার এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে।
পরে নগর মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাট্টাজোড় ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মফিজ উদ্দিন, জামালপুর জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু জাফর,
শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক অধ্যাপক আফসার আলী, কামালপুর ইউনিয়ন চেয়ারম্যান মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,
চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম সওদাগর, বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের মাস্টার,
ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাভলু মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লাকপতি, ৮নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ,
১নং ওয়ার্ড সভাপতি এনজেল বিএসসি,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ অলি আহাম্মেদ অলি উলস্নাহ ,জাতীয় পার্টির নেতা মুছা তারেক, ছাত্রলীগ নেতা লাবলু মিয়া প্রমুখ।
উলেস্নখ্য, সম্প্রতি জামালপুরের সাবেক উপমন্ত্রী সিরাজুল হক এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও ম্যিথাচার করেন ।
এরই প্রতিবাদে বিড়্গোভ মিছিল ও সমাবেশ করে বাট্টাজোড় ইউনিয়ন মুক্তিযোদ্ধা ও স্থানীয় আওয়ামী লীগ।
প্রতিবাদ সভায় ৮ নং ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে নেতা কর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেন।