সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করণের লক্ষ্যে নারী বান্ধব ওয়াশ রুম উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে আটটি ওয়াশ রুম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতি।
উদ্বোধনের সময় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক,
বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের এমডি ব্যারিস্টার রাশেদুল হক চিশতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল বাছেদ,
আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা মিল্লাত, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাংবাদিক জিএম সাফিনুর ইসলাম মেজর, ডা.নাদের হোসেন,উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশীল কুমার রায় সহ সাংবাদিক ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
বীরমুক্তিযোদ্ধা আলহাজ মাহবুবুল হক বাবুল চিশতির ব্যক্তিগত অর্থায়নে ১ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ও উপজেলা নির্বাহী অফিসার মো.আবু হাসান সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে আধুনিকমানের এই ওয়াশ রুম গুলো নির্মাণ করা হয়।
এছাড়াও এই বিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি কমন রুম ও নামাজ পড়ার রুম নির্মাণ করে দেয়া, ছাত্রীদের বসার বেঞ্চ তৈরি করে দেয়ার প্রতিশ্রুতি দেন।