
শেরপুর প্রতিনিধি : শেরপুরে খাদ্য দ্রব্যে বিষাক্ত পদার্থের উপস্থিতি ও ক্ষতিকর রং মেশানোর অভিযোগে দুই হোটেল ও বেকারীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ সংক্রান্ত ভ্রাম্যমান আদালত।
২ জানুয়ারী সোমবার বিকেলে সদর উপজেলা কানাশাখোলা বাজারে অভিযান চালিয়ে হোটেল জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা ও আজাদ বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো: আরিফুল ইসলাম জানান, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারায় খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে ওই দুই প্রতিষ্ঠান থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় জেলা ক্যাব প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি ও সদর থানার পুলিশ অভিযান পরিচালনায় সহায়তা করেন।