সেবা ডেস্ক:
জামালপুরে নারীর সেবামূলক কাজের স্বীকৃতি ও পুনঃবন্টন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা রি-কল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো.শাহাবুদ্দিন খান। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের পরিচালক জাহাঙ্গীর সেলিম।
এসময় বক্তৃতা করেন গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়, বিডিও শাহানা পারভীন, টেকনিক্যাল অফিসার মুক্তারানী রায় প্রমুখ।
এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপসি'ত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব সৃষ্টিতে সেবামূলক কাজের পুনঃবন্টন ও স্বীকৃতির কোন বিকল্প নেই ।
তাইএ বিষয়ে আমাদের সকলকে আরো আনত্মরিক ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে।