সেবা ডেস্ক:
জামালপুরের দেওয়ানগঞ্জের এক অন্ধ হাফেজকে তার ব্রেইল মেশিন মেরামতের জন্য আর্থিক সহায়তা দিয়েছে সিঙ্গাপুর প্রবাসী মোফাজ্জল হক।
সোমবার দুপুরে বকশীগঞ্জ ইউএনও’র কার্যালয়ে অন্ধ হাফেজ চাঁন সওদাগরকে নগদ ১৫ হাজার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার ও ইউএনও আবু হাসান সিদ্দিক।
এসময় সমাজসেবক সেলিম মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার পাখি,
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ,
হিন্দু কল্যাণ ট্রাষ্ট্রের নেতা রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম প্রমুখ উপসি'ত ছিলেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের আমখাওয়া গ্রামের অন্ধ হাফেজ চাঁন সওদাগর (৫৫) ব্রেইল মেশিন দিয়ে কোরআন শরীফ তৈরি করে জীবনযাপন করছিল ।
দুই বছর আগে ব্রেইল মেশিনটি নষ্ট হয়ে গেলে আয় রোজগার বন্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন অন্ধ হাফেজের পরিবার।
সম্প্রতি এনিয়ে স্থানীয় অনলাইন পত্রিকা সেবাহট নিউজে খবর প্রকাশিত হলে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া
ইউনিয়নের বিলেরপাড় গ্রামের হুদা মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোফাজ্জল হক ওই অন্ধ হাফেজকে ব্রেইল মেশিনটি মেরামত বাবদ ১৫ হাজার টাকা প্রদান করেন।
সোমবার বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র মাধ্যমে ওই টাকা হাফেজ চাঁন সওদাগরকে প্রদান করা হয়।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক ও সমাজসেবক সেলিম মিয়া অন্ধ হাফেজকে সহায়তা প্রধান করেছেন।