কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ০৫.০২.১৭
বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের অধীনে আইডিইএএল(ইনিশিয়েটিভ ফর ডেভলপমেন্ট, ইমপ্রভমেন্ট, এওয়ারনেস এন্ড লাইভলিহুড) প্রকল্পের কর্মচারীদের চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন শেষে প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, প্রকল্পের কর্মচারী লিয়াকত আলী, মোঃ আবু বক্কর সিদ্দিক, জিয়াউর রহমান, ফজলুল হক ও জোহুরা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত কুড়িগ্রামে আইডিইএএল প্রকল্পের আওতায় কুড়িগ্রামের পলস্নী এলাকায় অসহায় ও দারিদ্র জনগোষ্টির জীবিকা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করে আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দারিদ্র হ্রাসকরনে কাজ করে আসছে। এ বছরের জুন মাসে শেষ হবে প্রকল্পটি। এতে করে বেকার হয়ে পড়বে এ প্রকল্পের সাথে জড়িত কর্মচারীরা। প্রকল্পের অনেক কর্মচারীর সরকারী চাকুরীর বয়স শেষ হয়ে যাওয়ায় প্রকল্পটির মেয়াদ বাড়ানোসহ জাতীয় করনের দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।