বকশীগঞ্জে মেডিকেলের ছাত্র রাসেলকে নগদ অর্থ সহায়তা করলেন ওমান প্রবাসী

G M Fatiul Hafiz Babu



জিএম ফাতিউল হাফিজ বাবু ঃ


জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া পশ্চিম পাড়া গ্রামের দরিদ্র পরিবারের সনত্মান ও বরিশাল মেডিকেল কলেজের ছাত্র রাসেল মাহমুদকে পড়াশুনার জন্য সহযোগিতা হিসেবে নগদ অর্থ প্রদান করেছে এক ওমান প্রবাসী ।

 সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে রাসেল মাহমুদকে সহযোগিতার জন্য নগদ ৭ হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েমের মাধ্যমে ওই ওমান প্রবাসী (নাম প্রকাশে অনিচ্ছুক) টাকা পাঠান। রাসেল মাহমুদের বাবা মোতালেব মিয়ার হাতে টাকা হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু,

 উপজেলা চেয়ারম্যানের সিএ আবুল কালাম আজাদ সুলতান, আশিকুর রহমান তোলন উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাসেল মাহমুদের অর্থনৈতিক দৈনতার কারণে যখন সে মেডিকেল কলেজে ভর্তি গতে পারছিলেন না তখন

জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুুদ্দিন খানের অনুপ্রেরণায় বকশীগঞ্জ ইউএনও আবু হাসান সিদ্দিক সকলের সহযোগিতায় তাকে মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থ করেন।

 শুধু তাই নয় রাসেল মাহমুদের পরিবারকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে রাসেল মামহমুদের বাবাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেয়া থেকে শুরু করে দোকান প্রতিষ্ঠার পেছনে বকশীগঞ্জ ইউএনও’র অবদান ছিল লক্ষনীয়।

 পরে ওই দোকান উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

উদ্বোধনের দিনই দেকানের সকল মালামাল কিনে সবাই চমকে দেন বাংলাদেশ জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

 এসব পণ্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদান করেন বাংলাদেশ জনক্যলাণ সংগঠন।


এছাড়াও রাসেল মাহমুদের পড়াশুনার খরচ বাবদ বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ রাসেলের নামে স্ট্যান্ডার্ড ব্যাংকে একটি একাউন্ট খুলে দেন। এই একাউন্টে ৫ লড়্গ টাকা প্রদান করেন নুর মোহাম্মদ।

 মেডিকেলের ছাত্র রাসেল মাহমুদের পড়াশুনার জন্য ১ম বর্ষ ও ২য় বর্ষের সকল বই এবং মেডিকেলের পোশাক প্রদান করেন বকশীগঞ্জ তরুন প্রজন্ম সংসদ নামে একটি সামাজিক সংগঠন।

 এই সংগঠনকে শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখো গেছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top