সেবা ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলড়্গে বকশীগঞ্জে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত শিক্ষা জাতির জন্য প্রতিজ্ঞা” স্লোগান নিয়ে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের উদ্যোগে দুইদিন ব্যাপি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বুধবার শেষ হয়েছে।
এ উপলক্ষে উক্ত কলেজ মিলনায়তনে, কেরাত, হামদ/নাত, নজরম্নল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, বিতর্ক প্রতিযোগিতা , জারিগান, দেশাত্মক, অভিনয়, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ,
লোক নৃত্য, লোক সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত ও উচ্চাঙ্গ নৃত্যে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক পরিতোষ চন্দ্র দাস।
এতে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের প্রভাষক বি.এম সোহেল। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রবিউল ইসলাম ,
দর্শন বিভাগের প্রভাষক খোরশেদ আলম, বাংলা বিভাগের প্রভাষক আসলাম হোসেন, হিসাব বিজ্ঞানের প্রভাষক ফসিউল আহম্মেদ