বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস শুক্রবার পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

বঙ্গবন্ধুর জীবনী ও শিশু দিবসের তাৎপর্য নিয়ে কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন প্রভাষক দেলোয়ার হোসেন,

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রভাষক উম্মে সালমা তমা, প্রভাষক পাবেল মিয়া, প্রভাষক এসএম আল আমিন,প্রভাষক লাইজুন্নাহার,

প্রভাষক জহুরুল ইসলাম ,শিক্ষার্থী সাইফুল আজম, মোবারক হোসেন ও গাজী রাজু , ইশেদ আলী, জুয়েল রানা, চাঁন মিয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনকের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

আলোচনা সভা পরিচালনা করেন মানবিক শাখার শিক্ষার্থী মেহেদী হাসান ও মোছা. ইয়াসমীন আক্তার।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top