সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির পল্লী সমাজের উদ্যোগে আনত্মর্জাতিক নারী দিবস উদযাপন উপলড়্গে বা্যলবিয়ে বিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলড়্গে পরিষদের সচিব মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে যুব সমাবেশে বক্তৃতা করেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম,
ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির প্রতিনিধি রুনা লায়লা, সহকারী শিক্ষিকা ছালনা বেগম প্রমুখ।
যুব সমাবেশে বকশীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও পল্লী সমাজের সদস্যরা অংশ নেন।
যুব সমাবেশে শিক্ষার্থীরা বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেন।
পরে দুপুর ১২ টায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৫ মিনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয়।