বকশীগঞ্জে গণচেতনা রি-কল প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনও

G M Fatiul Hafiz Babu

সেবা ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গণচেতনা রি-কল প্রকল্পের সার্বিক সহযোগিতায় পাল্টে যাচ্ছে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা।

 এই প্রকল্পের মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হচ্ছে। তাদের সহযোগিতার কারণে চরাঞ্চলের নারীরা আজ নেতৃত্ব দিচ্ছে। তাদের দেয়া প্রশিক্ষণের পর কর্মের চঞ্চলতা ফিরে পেয়েছে অবহেলিত মানুষ।

 অনেকেই হয়েছেন স্বাবলম্বী। জীবন জীবিকায়নের পরিবর্তনের পর নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন নারীরা। তাই এই প্রকল্পের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান সিদ্দিক ।

 সোমবার দুপুরে গণচেতনা রি-কল জেম কর্ম এলাকার নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ ও উত্তর কুশল নগর শাপলা উন্নয়ন সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউএনও আবু হাসান সিদ্দিক সংগঠনের সদস্যদের সঙ্গে গাভী পালন,দুধ উৎপাদন বৃদ্ধি, বাজারজাত করন, এলাকার স্যানিটেশন পরিসি'তি , নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে কথা বলেন।

 এছাড়াও মডেল খামার, ক্রস গাভী,রি-কল প্রকল্প কর্তৃক  নির্মিত রাস্তা ও ক্যানেল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু হাসান সিদ্দিক গণচেতনা রি-কল প্রকল্পের কার্যক্রম নিয়ে সনেত্মাষ প্রকাশ করেন।

এসময় গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়, বিডিও শাহানা পারভীন সহ সংস'ার অন্যান্য কর্মকর্তা উপসি'ত ছিলেন।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top