ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ “শিড়্গা ব্যবস'া জাতীয় করণে ও শিড়্গার মান উন্নয়নে শিড়্গক সমাজ এক হও” এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে গত ০৬ মার্চ সোমবার দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে স্বাধীনতা শিড়্গক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা সভাপতি অধ্যড়্গ আহ্সান হাবীব রানা’র সভাপতিত্বে স্বাধীনতা শিড়্গক পরিষদ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এতে অংশগ্রহন করেন অত্র জেলার কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদরাসা সহ প্রাথমকি বিদ্যালয়ের সকল প্রধান শিড়্গকগণ। তাদের উপসি'তিতে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন মোঃ জাফর আলী, সাবেক এমপি, চেয়ারম্যান, জেলা পরিষদ কুড়িগ্রাম ও সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাষী এম এ করিম, সহ সভাপতি জেলা আওয়ামীলীগ, কুড়িগ্রাম। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামীলীগের সংগ্রামী নেতা শেখ বাবুল, কুড়িগ্রাম জেলা শিড়্গা অফিসার এস, এম মোসলেম উদ্দিন, জাতীয় পর্যায়ে সেরা শিড়্গা প্রতিষ্ঠান পুরষ্কার-২০১৫ তৃতীয় স'ান অধিকারী এবং জেলা প্রশাসন কুড়িগ্রাম কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদযাপন উপলড়্গ্যে শ্রেষ্ঠ শিড়্গা প্রতিষ্ঠান (কারিগরি পর্যায়) হিসেবে নির্বাচিত কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যড়্গ প্রকৌশলী মোঃ জমিদার রহমান, কুড়িগ্রাম আলীয়া মাদরাসার অধ্যড়্গ আলহাজ্জ নুর বখ্ত প্রমুখ।
উক্ত আলোচনা সভা উপস'পনা করেন স্বাধীনতা শিড়্গক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সহঃ অধ্যাপক এস, এম সালাহ্ উদ্দীন রম্নবেল। উক্ত আলোচনা সভায় জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অরাজনৈতিক সংগঠন স্বাধীনতা শিড়্গক পরিষদ-এর ষষ্ঠ বার্ষিকীতে আয়োজিত সকল অনুষ্ঠান সফল হোক প্রত্যাশা রেখে বক্তরা বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রম্নপকল্প ২০২১ এবং ২০৪১ বাসত্মবায়নে প্রধান অংশীদার শিড়্গক সমাজ। শেখ হাসিনা সরকার ইতিমধ্যে ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ে ১ লড়্গ ৫ হাজার শিড়্গকের চাকুরী জাতীয়করণের মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। পরবর্তী ধাপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিড়্গা ব্যবস'া জাতীয়করণ এখন সময়ের দাবী । এই প্রাণের দাবী বাসত্মবায়নে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার পড়্গেই সম্ভব। তাই আসুন স্বাধীনতা শিড়্গক পরিষদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।