কুড়িগ্রাম
প্রতিনিধি ঃ ০৭.০৩.১৭
কারাবন্দিদের
মুক্তিযুদ্ধের
চেতনায় উদ্বুদ্ধ করতে কুড়িগ্রাম জেলা কারাগারে এবারই প্রথম শোনানো হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ঐতিহাসিক ৭ মার্চ’র ভাষন।
মঙ্গলবার
দুপুরে কুড়িগ্রাম জেলা কারাগারে ৭শ ৭৪ জন কারাবন্দিকে জাতির জনকের ঐতিহাসিক ভাষন প্রজেক্টরের মাধ্যমে শোনার ব্যবস'া করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক খান মোঃ নুরম্নল আমিন। এসময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, সরকারী অনার্স কলেজের অধ্যড়্গ সাবিহা খাতুন, জেলার মোঃ লুৎফর রহমানসহ কারাকর্তৃপড়্গ উপসি'ত ছিলেন।
কুড়িগ্রাম
জেলা কারাগারের জেলার লুৎফর রহমান জানান, কারাগারে কারাবন্দিদের সংশোধনের অংশ হিসেবে জেলা প্রশাসকের সহায়তায় বঙ্গবন্ধুর ঐতিহাতিক ভাষন শোনানো হয়েছে। যাতে করে কারাবন্দিদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসে এবং মুক্তজীবনে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়।
জেলা
প্রশাসক খান মোঃ নুরম্নল আমিন জানান, বিভিন্ন বিচারে কারাবন্দিরা কারাগারে থাকলেও তারা এই দেশেরই সনত্মান। তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন শুনে যাতে দেশ প্রেমে উদ্বুদ্ধ হয় সেজন্য এব্যবস'া করা হয়েছে।