
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় গণচেতনা রি-কল প্রকল্পের অবর্তমানে কিভাবে ঘাত সহিষ্ণু সমাজ গঠন,
নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যায় এবং তাদের সহযোগিতার জন্য ইউনিয়ন পরিষদকে মূখ্য ভূমিকা পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় এসময় বক্তৃতা করেন গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারী শ্যামল রায়,
সাধুরপাড়া ইউপি সচিব আসাদুজ্জামান, ইউপি সদস্য রফিকুল ইসলাম, প্রকল্পের মাঠ কর্মী প্রমথ্য সরকার, সাধুরপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাসেম মোল্লা, সিবিও সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
এতে ইউনিয়ন পরিষদের সদস্য , সিবিও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।