বকশীগঞ্জে গণচেতনা রি-কল প্রকল্পের সমন্বয়কারীকে নিয়ে মিথ্যা প্রকাশিত সংবাদের প্রতিবাদ

G M Fatiul Hafiz Babu
সেবা ডেস্ক:

গত ১৫ মার্চ -২০১৭ ইং তারিখে জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পলস্নীকন্ঠ প্রতিদিন, দৈনিক পল্লীর আলো ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকায় পৃথক পৃথক শিরোনামে গণচেতনা, রি-কল প্রকল্পের সমন্বয়কারীকে নিয়ে যে সংবাদগুলো প্রকাশিত হয়েছে

 তা আমার দৃষ্টিগোচর হয়েছে যা প্রতিবেদক কর্তৃক ভুল তথ্যের ভিত্তিতে উদ্দেশ্য প্রনোদিত হয়ে সম্পুর্ন বানোয়াট সংবাদটি প্রকাশ করা হয়েছে।

 গত ১৪ই মার্চ -২০১৭ ইং খেওয়ারচর উচচ বিদ্যালয়ের মাঠে সকাল দশ ঘটিকা হইতে বেলা দুই ঘটিকা পর্যন্ত প্রোগ্রামের কর্মসুচী অনুযায়ী  সিবিও ও নারী দলের সদস্যদের বিভিন্ন খেলা ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর

 ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পর  অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা, বকশীগঞ্জ, জমালপুর, জনাব আবু হাসান সিদ্দিক, সম্মানীত অতিথি জনাব জাহেদুল ইসলাম জিহাদ,

 চেয়ারম্যান মেরুরচর ইউনিয়ন,  সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, মেরুরচর ইউনিয়ন হুমানুন কবির সবুজ

গণচেতনা রি-কল প্রকল্পের আয়োজিত তার নিজস্ব মঞ্চে উপস্থিত হলে আলোচনা শুরু হয় এবং বেলা তিন ঘটিকা পর্যন্ত আলোচনা ও পুরস্কার বিতরণ পর্ব শেষ হলে অনুষ্ঠানের সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

 উলেস্নখ দলীয় মঞ্চ ব্যবহার করে  অর্থ আত্মসাতের যে সংবাদটি পরিবেশন করা হয়েছে তা সম্পুর্ন মনগড়া ও কল্পনা প্রসুত যা মিথ্যার বেসারতি মাত্র। তাই আমি প্রকাশিত ঐ সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচিছ। 

প্রতিবাদ কারী
শ্যামল রায়
প্রকল্প সমন্বয়কারী
গণচেতনা রি-কল প্রকল্প
বকশীগঞ্জ,জামালপুর

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top