সেবা ডেস্ক:
জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় দুই জন এসআই, দুই জন এএসআই ও দুই জন কনস্টেবল সহ ৬ পুলিশ আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজন আটক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে।
প্রত্যড়্গ ও স্থানীয় সূত্রে জানা গেছে , উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের টারু মিয়া ও আইরমারী খানপাড়া গ্রামের আবদুস ছালামের সঙ্গে একখন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুর ১২ টার দিকে টারু মিয়ার লোকজন বিরোধপূর্ন ওই জমিতে পাট বীজ বপন করতে গেলে আবদুস সালামের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এতে বাঁধা দেয়।
এ নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন।
এ সময়
পুলিশের উপর হামলা হলে এসআই তাইজুল ইসলাম, এসআই আবদুল আজিজ, এএসআই রেজাউল করিম, এএসআই মাহফুজ , কনস্টেবল সোহরাব সহ ৬ পুলিশ আহত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। পুলিশের উপর হামলার ঘটনায় মোশারফ (৫০), রহিজ বেপারী (৩৮), ভিক্কু মিয়া (৫০) , আবদুল বাছেদ (৫০) ও নুর আমিন ( ৪০) কে আটক করা হয়।
বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন জানান, পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের উপর হামলা করে । এঘটনায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে।