সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রেমের ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করেছে শিক্ষক। ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের গোয়ালগাঁও গ্রামে।
এ ঘটনায় থানায় দুইজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃতের বাবা মোরাদুজ্জামান । অভিযুক্ত রিপন মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার খোশালপুর গ্রামের আজহার মাস্টারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাট্টাজোড় পূর্ব গোয়ালগাঁও গ্রামের মোরাদুজ্জামানের নাবালিকা কন্যা মিম আক্তার (১৪) এবছর স'ানীয় জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীড়্গা দিয়েছে।
একই বিদ্যালয়ের গনিত শিক্ষক রিপন মিয়ার কাছে সে প্রাইভেট পড়তো। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় অশালীন কথাবার্তা বলে শিক্ষক রিপন মিয়া।
প্রেমে ব্যর্থ হয়ে ওই মিম আক্তারের প্রতি ড়্গুব্ধ ছিল দুই সনত্মানের জনক শিক্ষক রিপন মিয়া। ঘটনার দিন মিম আক্তার তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে রিপন মিয়া হুমায়ুন মিয়া মোটরসাইকেলে করে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়।
এঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে অপহৃতের বাবা মোরাদুজ্জামান বাদী বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
এদিকে অপহরণের সাত দিন পার হলেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেন নি পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও তদনত্ম কর্মকর্তা তাইজুদ্দিন জানান, অভিযোগের তদনত্ম চলছে ।
একই সঙ্গে বিভিন্ন কৌশল ব্যবহার করে ভিকটিমকে দ্রম্নত উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় দুইজনকে আসামি করে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন অপহৃতের বাবা মোরাদুজ্জামান । অভিযুক্ত রিপন মিয়া পাশ্ববর্তী শ্রীবরদী উপজেলার খোশালপুর গ্রামের আজহার মাস্টারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বাট্টাজোড় পূর্ব গোয়ালগাঁও গ্রামের মোরাদুজ্জামানের নাবালিকা কন্যা মিম আক্তার (১৪) এবছর স'ানীয় জয়মনা ইছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীড়্গা দিয়েছে।
একই বিদ্যালয়ের গনিত শিক্ষক রিপন মিয়ার কাছে সে প্রাইভেট পড়তো। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয় এবং বিভিন্ন সময় অশালীন কথাবার্তা বলে শিক্ষক রিপন মিয়া।
প্রেমে ব্যর্থ হয়ে ওই মিম আক্তারের প্রতি ড়্গুব্ধ ছিল দুই সনত্মানের জনক শিক্ষক রিপন মিয়া। ঘটনার দিন মিম আক্তার তার ফুফুর বাড়িতে যাওয়ার পথে রিপন মিয়া হুমায়ুন মিয়া মোটরসাইকেলে করে তাকে জোড়পূর্বক তুলে নিয়ে যায়।
এঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে অপহৃতের বাবা মোরাদুজ্জামান বাদী বকশীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন
এদিকে অপহরণের সাত দিন পার হলেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেন নি পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও তদনত্ম কর্মকর্তা তাইজুদ্দিন জানান, অভিযোগের তদনত্ম চলছে ।
একই সঙ্গে বিভিন্ন কৌশল ব্যবহার করে ভিকটিমকে দ্রম্নত উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।